জামালপুর জেলার খবরাখবর

Full width home advertisement

Post Page Advertisement [Top]

জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ মে দুপুরে পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর জিএনজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে ওয়ার্ড যুবদল এক বর্ধিত সভার আয়োজন করে।

৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক খন্দকার মামুনুর রশিদ বাবু। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, পৌর শ্রমিকদলের যুগ্মআহ্বায়ক হানিফ উদ্দিন, শহর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল করিম সুমন, যুবদলনেতা চিকিৎসক ফিরোজ মিয়া প্রমুখ। এ ছাড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন। সভাসঞ্চালনা করেন পৌর শাখা যুবদলের যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম সুজন।

সভার প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শফিকুর রহমান শফিককে সভাপতি, সহসভাপতি ফরাজ উদ্দিন লিটন, জহুরুল ইসলাম সজিব ও হাবিবুর রহমান হাবি, সাধারণ সম্পাদক চিকিৎসক আল মামুন, সহসাধারণ সম্পাদক শাহজাহান ও রাকিব শেখ লিটন এবং সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে আটটি পদে কমিটির অনুমোদন দেওয়া হয়। বাকি পদগুলো আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Colorlib এর থিম