![]() |
| মেলান্দহে আগুনে পুড়ে যাওয়া ঘর। |
জামালপুরের মেলান্দহ উপজেলায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বাগবাড়ি গ্রামে ২৪ মে রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে ছাই হওয়া ওই ঘর মৃত মোছলেম মণ্ডলের ছেলে আব্দুল বারেকের। তিনি ২৫ মে সকালে সাংবাদিকদের বলেন, ২৪ মে রাত নয়টার দিকে রান্নাঘরে আগুন লাগে। স্থানীয়ভাবে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুন মুহূর্তে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির যাবতীয় মালামাল, নগদ প্রায় ৩ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ধানসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে ২০ লাখ টাকার মত ক্ষতি হয়ে গেছে।
সূত্র : জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম

No comments:
Post a Comment