জামালপুরের ইসলামপুর উপজেলায় ভটভটিচাপায় রিকশাযাত্রী তৃতীয় শ্রেণির ছাত্র রাকিব (১২) নিহত এবং তার সহোদর বড় ভাই রাসেল গুরুতর আহত হয়েছে। ২৬ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের ইসলামপুর-সিরাজাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ইসলামপুর থানার ঝাড়ুদার মুনু মিয়ার ছেলে। তাদের বাড়ি পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিব ও তার বড় ভাই রাসেল রিকশায় ইসলামপুর পৌর শহর থেকে তাদের বাড়ি পূর্ব বাহাদুরপুরে যাচ্ছিল। পথে ইসলামপুর-সিরাজাবাদ সড়কের সরদারপাড়ায় বেইলি সেতুর কাছে একটি ভটভটি গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশু রাকিব ছিটকে রিকশা থেকে পড়ে যায়। এ সময় ভটভটি গাড়িটি তার ওপর দিয়ে চলে যায়। ভটিভটিচাপায় শিশু রাকিব ঘটনাস্থলেই নিহত হয়। ভটভটিচাপায় শিশু রাকিবের বাম চোখ, গাল ও বুক থেতলে গেছে। তার ভাই রাসেল গুরুতর আহত হয়। দুর্ঘটনায় রিকশাচালকের কিছু হয়নি। স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। রাসেল সেখানে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ভটভটির চালক দ্রুত পালিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব ইসলামপুর থানার ঝাড়ুদার মুনু মিয়ার ছেলে। নিহত রাকিবের লাশ ইসলামপুর থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সূত্র: বাংলারচিঠি ডটকম

No comments:
Post a Comment