জামালপুর জেলার খবরাখবর

Full width home advertisement

Post Page Advertisement [Top]

সাবেক জাতীয় সংসদ সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য খন্দকার মো. খুররমের (৬৫) দ্বিতীয় জানাজা ১৫ এপ্রিল এশার নামাজের পর জামালপুর শহরের কাছারি শাহী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররমের জানাজা নামাজ
জানাজা শুরুর আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক, জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও মরহুমের ছোট ভাই খন্দকার ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান।

খন্দকার মো. খুররম জামালপুর শহরের স্টেশন রোডের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে। তিনি জাতীয় পাটি থেকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেরপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ
তিনি ১৪ এপ্রিল সকালে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ এপ্রিল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল তার নির্বাচনী এলাকায় একাধিক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।   

প্রতিমন্ত্রী মির্জা আজমের শোক প্রকাশ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Colorlib এর থিম