পবিত্র শবে মেরাজ উপলক্ষে জামালপুরে জেলা ওলামাদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সন্ধ্যার পর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ওলামাদলের সভাপতি মাওলানা কাজী মসিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়
মিলাদ মাহফিলে বিএনপিনেতা আনিছুর রহমান বিপ্লব, সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, জাসাসনেতা রেজভী আল জামালী রনজু, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মনোয়ার ইসলাম কর্ণেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শহর ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ।

No comments:
Post a Comment