জামালপুর জেলার খবরাখবর

Full width home advertisement

Post Page Advertisement [Top]

জামালপুর, ১৬ এপ্রিল, ২০১৮ (জামালপুর সমাচার)॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানিবাড়ি বেড়াতে গিয়ে মাহিম (৫) নামে এক শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। ১৬ এপ্রিল বিকেলে উপজেলার পৌগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের লাল মিয়ার স্ত্রী ও তার ছেলে মাহিম ১৬ এপ্রিল সকালে শিশুটির নানিবাড়ি বিন্যাফৈর গ্রামে বেড়াতে যায়। বিকেলে মাহিম খেলতে খেলতে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ডোবাতে দেখতে পায় স্থানীয়রা। মাহিমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Colorlib এর থিম