জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১০ এর চূড়ান্ত খেলায় টাই ব্রেকারে ৫-৪ গোলে কুটুরিয়া একাদশকে পরাজিত করে ফ্রেন্ডশীপ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১৩ এপ্রিল বিকেলে বাউসী বাঙ্গালী হাই স্কুল এবং কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ চূড়ান্ত খেলার উদ্বোধন করেন।
চূড়ান্ত খেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১০ এর আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজির হোসেন বাবু তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের গিয়াস উদ্দিন পাঠান, উপদপ্তর সম্পাদক আইনজীবী জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।
বাউসী বাঙ্গালী হাই স্কুল এবং কলেজ মাঠে বিপুল সংখ্যক স্থানীয়রা ফুটবল খেলাটি উপভোগ করে।
No comments:
Post a Comment