নিজস্ব প্রতিবেদক, জামালপুর সমাচার ॥
জামালপুরের মেলান্দহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা বানুকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশরাফ হোসেন লিচু, পৌর আওয়ামী লীগের সম্পাদক হাবিবুর রহমান হেলাল, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মফিজ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভুট্টো, বিদায়ী প্রধান শিক্ষিকা হামিদা বানু প্রমুখ।

No comments:
Post a Comment