জামালপুরের ইসলামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত তিনটি উত্তরপত্র এবং বৃত্তভরাট করা ওএমআর শিট জব্দ করে কেন্দ্র সচিবসহ দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ এপ্রিল বিকেলে উপজেলার বেলগাছা উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অনুসন্ধানে উত্তরপত্র তিনটি পাওয়া যায়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে বেলগাছা উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে অনুসন্ধান চালান। ওই দিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) একাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ-১ বিষয়ে অংশ নেয় ৪৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বিকেল পাঁচটার দিকে নির্বাহী হাকিম খাতা গুণে মোট ৪৯টি উত্তরপত্র পান। পরীক্ষার্থীর সংখ্যার চাইতে তিনটি উত্তরপত্র বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অনুসন্ধানে অসদোপায় অবল্বম্বনের মাধ্যমে বাড়তি তিনটি উত্তরপত্রের খাতা কেন্দ্রের বাইরে পাঠিয়ে বহিরাগতদের দিয়ে উত্তরপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে তথ্য বেরিয়ে আসে।
অনুসন্ধানে দুটি উত্তরপত্র ও ওএমআর শিটের ওপরে ও পেছনের অংশে কলমের কালি দিয়ে তারকা চিহ্ন পাওয়া যায়। তারকা চিহ্নিত ওএমআর শিট দুটি ৬১৪১৫৪ ও ৬১৪১২১ রোলনম্বধারী পরিক্ষার্থীর। পরে অতিরিক্ত তিনটি উত্তরপত্র ও ওএমআর শিট জব্দ করে কেন্দ্র সচিব এ কে এম মোস্তাফা কামাল ও অফিস সহায়ক মো. রেজাউল করিম বেলালকে আটকের নির্দেশ দেন। কর্তব্যরত পুলিশ তাদেরকে আটক করে উত্তরপত্রসহ থানায় নিয়ে যায়।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ আইনের ১১/খ ধারায় কেন্দ্র সচিব ও অধ্যক্ষ এ কে এম মোস্তাফা কামালকে ৪০ হাজার টাকা এবং অফিস সহায়ক মো. রেজাউল করিম বেলালকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্তি পান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তাফা উপস্থিত ছিলেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই কেন্দ্রে উত্তরপত্রের খাতা পরীক্ষা কক্ষের বাইরে পাঠিয়ে বহিরাগতদের দিয়ে উত্তরপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ থাকায় আমরা এ অভিযান পরিচালনা করি। পরীক্ষা শেষে উত্তরপত্রের রোল নম্বরধারী পরীক্ষার্থীদের শনাক্ত করা যায়নি। তাই তাৎক্ষণিক তাদেরকে বহিষ্কার করা সম্ভব হয়নি। তবে পরবর্তী পরীক্ষা চলাকালে তাদের ওপর আমাদের নজর থাকবে।বাংলারচিঠি ডটকম।

No comments:
Post a Comment