জামালপুর জেলার খবরাখবর

Full width home advertisement

Post Page Advertisement [Top]

জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজারের দুর্বার যুব সংগঠন পহেলা বৈশাখে ১৪২৫ বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে। এ উপলক্ষে সংগঠনটি  মঙ্গল শোভাযাত্রা ও পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে।

পহেলা বৈশাখের সকালে ছোনটিয়া পটল মোড়ে দুর্বার যুব সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দিগপাইত ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পান্তা ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।

দুর্বার যুব সংগঠনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা
পান্তা ইলিশ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এ সময় তিনি বাংলার আবহমান ঐতিহ্য নিয়ে আলোচনা করেন।

দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে  উৎসবে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ। 

উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীন উজ্জামান, সহসভাপতি অধ্যাপক আহসান উল্লাহ জুলহাস, দুর্বার যুব সংগঠের সভাপতি জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

পরে পান্তা ইলিশ উৎসবে সবাইকে পান্তা ইলিশ খাওয়ানো হয়।
সূত্র : ফেসবুকের নিউজ ফিড

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Colorlib এর থিম