জামালপুরের ইসলামপুর উপজেলায় পহেলা বৈশাখে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪২৫ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। নববর্ষকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘ওই শোন দেয় হাক নতুনের বাণী, ধুয়ে মুছে যাক সব অতীতের গ্লানি’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি ব্যারি খেলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
![]() |
| ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় |
ইসলামপুর আসনের জাতীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেক, ভাইস চেয়ারম্যান শফিকুর আলম দুলালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে।


No comments:
Post a Comment