নিজস্ব প্রতিবেদক, জামালপুর সমাচার ॥
বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বত্র পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৫ সাল বরণ করা হয়েছে।
![]() |
| জামালপুর জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা |
জানা গেছে, নববর্ষ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাছারি শাহি জামে মসজিদ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়ায় অফিসার্স ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জামালপুর পৌরসভা মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য সাজে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
![]() |
| জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মঙ্গল শোভাযাত্রা |
পহেলা বৈশাখ নববর্ষ বরণ উপলক্ষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, পানতা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। মঙ্গল শোভাযাত্রা শেষে সবাই পানতা ভোজে অংশ নেন। পানতা ভোজ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণের মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ।
![]() |
| মণিমেলা খেলাঘর আসরের বর্ষবরণ অনুষ্ঠান |
এ ছাড়াও জামালপুরের ঐতিহ্যবাহী মণিমেলা খেলাঘর আসর জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ সকালে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিমেলা খেলাঘর আসরের শিশু শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।




No comments:
Post a Comment