নিজস্ব প্রতিবেদক, জামালপুর সমাচার ॥
ফারমার্স ব্যাংক দুর্নীতির মামলায় গ্রেপ্তার ও যুদ্ধাপরাধী মামলার আসামি মাহবুবুল হক বাবুল চিশতীর শাস্তি এবং ভুয়া মুক্তিযোদ্ধা বিতারণসহ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানিয়েছে জামালপুরের মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধারা ১৫ এপ্রিল দুপুরে ‘জামালপুরের সকল প্রকৃত মুক্তিযোদ্ধা’ ব্যানারে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান।
এ উপলক্ষে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা অধিনায়ক মো. সিরাজুল হকের নেতৃত্বে বেলা ১২টায় জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করে তারা।
![]() |
| দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাবুল চিশতীর শাস্তির দাবিতে জামালপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করে |
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর বরাবরে লেখা স্মারকলিপিটি পড়ে শোনান। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের কাছে স্মারকলিপি পেশ করেন। কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধারা, ফারমার্স ব্যাংক দুর্নীতির মামলায় গ্রেপ্তার মাহবুবুল হক বাবুল চিশতী প্রসঙ্গে বলেন, শুধু ফারমার্স ব্যাংকের দুর্নীতিই নয়, তার বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী থানায় সৈয়দুজ্জামান সরকার হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে জামালপুর আদালতে শেরপুরের শ্রীবরদী উপজেলার মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের পিতা নাচনমুহুরী ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান হত্যা মামলাটি বর্তমানে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ওই সময় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামকেও পাকসেনাদের হাতে তুলে দিলে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়।
এ ছাড়াও তার বিরুদ্ধে গত বছরের ১৭ জুলাই জামালপুর যুগ্ম জেলা জজ আদালতে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন তালুকদার একটি মামলা দায়ের করে তাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করে যুদ্ধাপরাধীর তালিকায় নাম অন্তভুক্তির আবেদন জানিয়েছেন। ওই মামলাটিও বিচারাধীন রয়েছে। মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধারা যথাযথ তদন্ত সাপেক্ষে বর্তমান সরকারের প্রতি মাহবুবুল হক বাবুল চিশতীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


No comments:
Post a Comment