দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভি ১৫ এপ্রিল নবম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
![]() |
| মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ |
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সাংবাদিক শফিক জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী ইউসুফ আলী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জেলা তরিকত আহলে বায়তের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নাট্যনীড়ের পক্ষে রাজিব মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইটিভির সাংবাদিক শামীম অালম।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।


No comments:
Post a Comment