![]() |
| দয়াময়ী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতবাদ সভায় নেতৃবৃন্দ |
জামালপুর জেলার প্রাচীন দুটি হিন্দু ধর্মীয় উপাসনালয় দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দিরের জমি অধিগ্রহণ না করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে দয়াময়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে তারা এ দাবি জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্মসম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, মানবাধিকার নেত্রী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ ভট্টাচার্য ও জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
প্রতিবাদ সভায় রানাদাশ গুপ্ত বলেন, শুধু জামালপুরে নয়, দেশের কোথাও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হলে প্রয়োজনে সামনের নির্বাচনে ভোট বর্জন করা হবে। এখানে কালচারাল ভিলেজ গড়ে তুলতে কোনো দেবোত্তর সম্পত্তি অধিগ্রহণ করা যাবে না। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিপত্রে সুস্পষ্ট বলা আছে। জামালপুরের এই সোয়া ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির ও ১২১ বছরের প্রাচীন রাধামোহন জিউ মন্দিরের ভূমি অধিগ্রহণ না করাসহ সাতদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি আরও বলেন, সংখ্যালঘু পরিবারের স্বার্থবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

No comments:
Post a Comment